জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ একটি স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। পাকিস্তান আমলে কারিগরি শিক্ষা সম্প্রসারণের নিমিত্ত ১৯৬৯ সালে ৩৭টি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) নামে দুটো ট্রেড নিয়ে এর যাত্রা শুরু করে। হাতে কলমে কারিগরি শিক্ষা প্রদানের নিমিত্ত ফার্ম মেশিনারী ও মেশিনিষ্ট নামে ট্রেড দুটো দিয়ে এর যাত্র শুরু। দক্ষতা বৃদ্ধির জন্য দেশে ও বিদেশের চাহিদা মেটানোর জন্য ২ বছর মেয়াদি ট্রেড কোর্স সুনামের সাথে তার প্রশিক্ষণ কার্যক্রম করে আসছে। দেশে ও বিদেশের চাহিদা মেটানোর জন্য দক্ষ জনশক্তি দরকার হয়। বিদ্যমান ৫১টি ভিটিআই এ চাহিদা মেটাতে পারছে না বিধায় যে সকল জেলায় ভিটিআই বা টিটিসি নাই সে সকল জেলাগুলিতে ১৯৯৬ সনে বর্তমান সরকারের প্রথম মেয়াদে আরে ১৩টি ভিটিআই স্থাপন করা এবং বিদ্যমান ট্রেড কোর্সের পরিবর্তে ২ বছর মেয়াদি এস. এস. সি (ভোকেশনাল) এবং এইচ. এস. সি (ভোকেশনাল) কোর্স চালু করা হয় । উক্ত কোর্স দুটো যথাক্রমে এস.এস.সি(বিজ্ঞান) ও এইচ.এসসি (বিজ্ঞান) এর সমমান। ফল এ প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা এইচ.এস.সি (ভোকেশনাল) পাশের পর বিএসসি ইঞ্জিনিয়ারি/ অনার্স কোর্স এ অধ্যয়ন করতে পারে। তাছাড়া জব মার্কেটে টেকনিশিয়ান হিসাবে চাকুরি করতে পারে।
৪র্থ শিল্প বিপ্লব (4IR) এর উপযোগী করার জন্য শিক্ষা কারিকুলাম আধুনিকীকরণ করা হয়েছে। সে চাহিদা মেটানোর জন্য কম্পিটেন্সি বেজড শিক্ষাক্রম ইতোমধ্যে চালু করা হয়েছ। তাছাড়া CBT&A সিস্টেমে প্রশিক্ষনার্থীদের এসেসমেন্ট চালু আছে। শিক্ষা ও প্রশিক্ষনের গুনগত মান বজায় থাকছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস